মাধবপুরে ৭ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ ব্যবসায়ীর
তারিখ: ১৬-সেপ্টেম্বর-২০২০
মাধবপুর প্রতিনিধি ॥

মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী শ্যামানন্দ দাসের খোঁজ ৭ দিনেও মেলেনি। গত ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে বাস থেকে বের হয়ে আর ফিরে আসে সে। এমতাবস্থায় উদ্বেগ উৎকন্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন ওই স্বর্ণ ব্যবসায়ীর পরিবার। এ বিষয়ে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন নিখোজ শ্যমানন্দ দাশের স্ত্রী রুপালী রানী রায়। জানা যায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারের বন্ধন জুয়েলার্সের ব্যবসায়ী ব্যবসায়ী শ্যামানান্দ দাস (৩২) জগদীশ পুর বিয়ে করেন। এই সুবাদে সে জগদীশপুর এলাকায় বাসা ভাড়া করে থাকেন। জগদীশ পুর বাসা থেকে গত ৯ ই সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৫টায় মাধবপুর বাজারে জরুরী প্রয়োজনে গেলে আর ফিরে আসেনি। এদিকে, স্বামী সন্ধ্যান না পেয়ে রুপালী রানী রায় মানুষিক ভাবে ভেঙে পরেছেন। এ বিষয়ে এসআই আব্দুল আহাদ জানান, আমরা নাম্বার ট্যকিং ও কল লিষ্টের আবেদন করেছি, কল লিষ্টটা পেলে আরও অগ্রসর হতে পারব। শ্যামানন্দ দাস হবিগঞ্জ সদর উপজেলা লুকড়া ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে। গত ৫/৬ বছর যাবত সে শশুর বাডীর সুবাদে  জগদীশপুর এলাকায় বসবাস করে আসছিল।