শিবপাশায় ৫টি ড্রেজার ও পাইপসহ সরঞ্জামাদি ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত
তারিখ: ১৬-সেপ্টেম্বর-২০২০
সেন্টু আহমেদ জিসান, আজমিরীগঞ্জ ॥

আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ ও ধংস করা হয়েছে। জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে জমি থেকে ৫টি ড্রেজার মেশিন, ৫০০০ মিটার প্লাস্টিক পাইপ সংযোগ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে নোয়াপাড়া এলাকায় বেশ কয়েকটি ভিট ভরাট করছিল একটি প্রভাবশালী মহল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস গতকাল বিকালে ঘটনাস্থলে ছুঁটে যান। বিষয়টি আঁচ করতে পেরে লোকজন তড়িগড়ি করে ড্রেজার মেশিনের বোট ফেলে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে ৫টি ড্রেজার মেশিন, ৫০০০ মিটার  প্লাস্টিক পাইপ, সরঞ্জামাদি ধ্বংস করা হয়।