 প্রেস বিজ্ঞপ্তি \
 প্রেস বিজ্ঞপ্তি \  
	ব্যবসায়ী শাবানা বেগম হবিগঞ্জ জেলার সর্বোচ্চ আয়কর দাতা নির্বাচিত হয়েছেন। এজন্য তাঁকে সেরা করদাতার সম্মানা দিয়েছে দেয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে জেলার উপ আয়কর কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের সহকারি কর কমিশনার মোঃ আব্দুর রাজ্জাক। এতে বিশেষ অতিথি ছিলেন মাধবপুর-নবীগঞ্জের সহকারি কর কমিশনার কেশব লাল মল্লিক। শাবানা বেগম মেসার্স
	 অনন্যা ট্রেডার্সের সত্ত¡াধিকারী ও বিশিষ্ট আইনজীবী আব্দুল কাদির এর সহধর্মিনী।