নবীগঞ্জে লন্ডন প্রবাসীর অত্যাচারে অতিষ্ঠ নিরীহ সুহেল রানার পরিবার
তারিখ: ২৫-নভেম্বর-২০২১
নবীগঞ্জ প্রতিনিধি \

 নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের প্রভাবশালী লন্ডন প্রবাসী সেকুল ইসলাম এবং হাবিবুর রহমান গংদের অত্যাচারে অতিষ্ঠ নিরিহ সুহেল রানার পরিবার। দিনের পর দিন হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছে তার পরিবারের লোকজন। হামলাকারীদের হাত থেকে জীবনের নিরাপত্তার জন্য হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল
 ম্যাজিষ্ট্রেট (কগ ৫) আদালতে মামলা ও দায়ের করেছেন সুহেল রানা।
শুধু সুহেল রানাই নয়। প্রভাবশালীদের হামলার শিকার হয়েছেন তার ভাগনা জাবেদ এর স্ত্রী রোশনা বেগম। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনিও মামলা দায়ের করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর থানায়। এ মামলার প্রধান আসামী করা হয়েছে প্রভাবশালী লন্ডন প্রবাসী সেকুল ইসলামকে।
সুহেল রানার দায়ের করা মামলা ও নোটারী পাবলিক এফিডেভিট সুত্রে জানা গেছে, বানিউন গ্রামের লন্ডন প্রবাসী নাছির উদ্দিনের নামে পৈতিক (মৌরশী) ও নিজ খরিদা জোতস্বস্ত¡ দখলীয় ভুমি রহিয়াছে। প্রবাসে থাকার কারণে এসব সম্পত্তি বেদখলের ভয়ে ২০১৬ সালের ডিসেম্বর মাসের ২২ তারিখে তার আপন ভাইয়ের পুত্র সুহেল রানাকে সকল সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য প্রস্তাব দেন। পরবর্তীতে নোটারী পাবলিকের মাধ্যমে নাছির উদ্দিন তার সহায় সম্পত্তি, বাসা ভাড়া দেওয়া, বিল্ডিং নিমার্ণ করা, জমি-জমা ফসল করা ও বর্গাচাষ দেওয়াসহ এসব রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। এতে নাছির উদ্দিনের স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সুহেল রানাকে আইনতভাবে প্রতিনিধি নিয়োগ দেন।
নোটারী পাবলিকের মাধ্যমে আরো বলা হয়েছে, এসব সম্পত্তিতে নাছির উদ্দিন ব্যতিত পরবর্তীতে কেহ কোনো প্রকার বাধা আপত্তি করিতে পারিবে না। এরপর থেকে দীর্ঘদিন ধরে নাছির উদ্দিনের স্থাবর অস্থাবর সম্পত্তি দেখা শোনা করে আসছেন সুহেল রানা। এসব জায়গার বিভিন্ন অংশে মামলা সংক্রান্ত জটিলতাও রয়েছে। নিজ অর্থে প্রায় অর্ধকোটি টাকা ব্যয় করেছেন সুহেল রানা। নাছির উদ্দিনের জায়গা রক্ষায়।
মামলায় অভিযোগ রয়েছে, পুর্বপরিকল্পিতভাবে বিভিন্ন প্ররোচনা দিয়ে স্থানীয় একটি চায়ের দোকানে নিয়ে গিয়ে সেকুল ইসলামসহ তার লোকজন ধারালো অস্ত্র মাথার উপর ধরিয়া প্রাণনাশের ভয় দেখিয়ে ৩ ট ১শ টাকার অলিভিত ষ্ট্যাম্প বাহির করিয়া সুহেল রানাকে বলে প্রাণে বাঁচতে চাইলে তাড়াতাড়ি ষ্ট্যাম্পগুলোতে দস্তখত দে। তখন প্রাণনাশের ভয়ে অলিখিত ৩ টি ১শ টাকার মূল্যে ষ্ট্যাম্পে উপর ও নিচে ৬টি দস্তখত দেই। এতে করে কোনো প্রকার মামলা মকদ্দমা করলে তাকে প্রাণে হত্যার ভয় দেখানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়। নির্যাতন নিপীড়নের শিকার হয়ে প্রতিবাদ করার জের ধরে লন্ডন প্রবাসী নাছির উদ্দিনের ১ম স্ত্রীর পুত্র লন্ডন প্রবাসী সেকুল ইসলামের নেতৃত্বে চলছে সুহেল রানার পরিবারে নির্যাতন নিপীড়ন।

প্রথম পাতা