হবিগঞ্জ সদর হাসপাতালে সুফিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধা বিষপানে মারা গেছেন। গতকাল শুক্রবার বেলা ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে পারিবারিক কলহের জের ধরে দুপুরে বিষপান করে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে পরিবারের অভিযোগ, তাকে ভালোভাবে বিষমুক্ত না করায় তিনি মারা গেছেন।
জানা যায়, হাসপাতালে আসার সাথে সাথেই কর্তৃপক্ষ পর্যাপ্ত চিকিৎসা না দিয়েই সিলেট কিংবা ঢাকায় প্রেরণ করেন। সুফিয়া বেগমকেও সিলেট রেফার্ড করা হয়েছিল। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার
কারণে তারা সিলেট যেতে পারেননি। সুফিয়া মিঠামইন উপজেলার অবসরপ্রাপ্ত আনসার সদস্য আব্দুল জলিলের স্ত্রী। তিনি আজমিরীগঞ্জ বসবাস করতেন। সদর থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে।