হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে জারী দেখতে যাওয়ার পথে ছিনতাইকারী কবলে পড়েছে মনির মিয়া (৩২) নামে এক যুবক। এসময় তাকে মারপিট করে মোটর সাইলে ও টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহত মনির মিয়া হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের শাহেদ আলীর পুত্র।
আহত মনির মিয়া জানান, সে তার বাড়ি থেকে
মহরমের জারী দেখার জন্য মোটর সাইকেল যোগে মির্জাপুরের মোকামবাড়ি যাওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে মির্জাপুর এলাকায় পৌছলে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে তাকে মারপিট করে মোটর সাইকেলসহ যাবতীয় টাকা পয়সা লুট করে নিয়ে চলে যায়। বিষয়টি আচ করতে পেরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।