ঐহিত্যবাহী কদমচাল দরবার শরীফের তরিকতপন্থী ও আশেকানদের উদ্যোগে অত্র দরবার শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা পীরে কামেলে মোকাম্মেল আলহাজ্ব শাহ সূফী হযরত মাওলানা ক্বারী আবুল (২য় পৃষ্ঠায়)
কাশেম নকশেবন্দী মোজাদ্দেদী কদমচালী (মাঃ জিঃ আঃ) এর সভাপতিত্বে গত ৪ আগস্ট বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর টাউন হলে পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে শানে আহলে রাইতে রাসুল (সঃ) কনফারেন্স অনুষ্ঠিত হয়। হজুর কিবলা কদমচালী বলেন-আহলে বাইতের মহব্বত ও অনুস্মরন ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান, বালুচর দরবার শরীফের পীর ছাহেব হযরত শাহসুফী মতিউর রহমান আব্দুল বারী, বাজুকা দরবার শরীফের হযরত শাহসুফী আলহাজ্ব আব্দুল ওয়াদুদ ইমরান, ছালেহাবাদ দরবার শরীফের পক্ষে মাওলানা উসমান গনি, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাও কাজী নাজমুল হোসেন, কদমচাল দরবার শরীফের বড় ছাহেবজাদা মাওলানা মোঃ সাইফুল্লাহ। এছাড়া আরো বক্তব্য রাখেন মুফতি আলমগীর হোসাইন সাইফী, মুফতি আবিদুল হক, মুফতি মোস্তাফিজুর রহমান আজহারী, মাওলানা কামাল উদ্দিন আনছারীম শাহসুফী হাফিজ মাওলানা আব্দুল গনি, মাওলানা সৈয়দ মাসুকুর রহমান, মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হাফিজ নাসিরুদ্দীন খান, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা সাজু, মাওলানা আহমেদ শিহাব, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী প্রমুখ। আলহাজ্ব মাওলানা মুফতি এম এ মজিদ পিরিজপুরীর সঞ্চালনায় ও হুজুর ক্বিবলা কদমচালীর মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।