কেন্দ্র ঘোষিত দুর্নীতি বিরোদী চলমান আন্দোলনের অংশ হিসেবে সিপিবি হবিগঞ্জ সদর উপজেলা কমিটির উদ্যোগে গতকাল বুধবার বিকাল ৫ টায় মোতালিব চত্বর ও সন্ধা ৭টায় আনোয়ারপুর বাইপাস পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। আজমান আহমদের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, চৌধুরী মহিবুন্নূর ইমরান, সদর কমিটির সভাপতি রঞ্জন কুমার রায় প্রমুখ। উপস্থিত ছিলেন- সিপিবি নেতা আহাদ মিয়া, জন্টু সরকার, সংহতি প্রকাশ করেন অটোরিক্সা শ্রমিক নেতা আলমগীর মিয়া, আব্দুস সাত্তার, সুমন মিয়া, দিলু মিয়া, মোশাহিদ মিয়া, আবুল হাশেম, নির্মাণ
শ্রমিক নেতা মুজিবুর রহমান, খুশল মিয়া।
সভায় বক্তাগণ বলেন- মুক্তিযোদ্ধের অঙ্গিকার ছিল দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমতার সমাজ প্রতিষ্টা করা। অথচ সরকারী দলের আশ্রয় প্রশ্রয়ে দুর্নীতিবাজ তৈরী হয়েছে। অসৎ রাজনীতিবীদ ঘোষখোর চাকরিজীবি এই পরিস্থির জন্য দায়ী। এই চক্রকে রুখতে হবে, এ জন্য একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি দরকার। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দায়িত্ব পালন করতে হবে।