আজমিরীগঞ্জে মামার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
তারিখ: ১১-জুলাই-২০২৪
আজমিরীগঞ্জ প্রতিনিধি \

আজমিরীগঞ্জে মামার বাড়িতে বড় (পাত্র) দেখতে এসে গোসল করতে নেমে পানির স্রোতে কালভার্টের ভিতরে ড্রেজার মেশিনের লাইনের পাইপে আটকে শরুফা খাতুন নামে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌনে দুইটায় আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শরুফা বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামের মারফত আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে শরুফা তার মায়ের সাথে তার মামার বাড়ি পিরোজপুর গ্রামে বড় (পাত্র) দেখতে আসে। দুপুরে শরুফা ডুবন্ত সড়কের পাশে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে রাস্তার ডুবন্ত কালভার্টের নিচে চলে যায়। এ সময়  কালভার্টের নীচে থাকা ড্রেজারের  পাইবে আটকে ডুবে যায় শরুফা। স্থানীয়দের সহযোগীতায় শরুফার মামার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক শরুফাকে মৃত ঘোষনা করেন।
পিরোজপুর গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ময়না মিয়া জানান, শরুফা বুধবার সকালে মামার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে গোসল করতে নেমে স্রোতের টানে কালভার্টের ভিতরে চলে যায়। এসময় কালভার্টের ভিতরে থাকা পাইপ ও কালভার্টের চিপায় আটকে যায় সে। তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের  সুরতহাল তৈরি করা হয়েছে। শিশুর পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়ার জন্য আবেদন করেছেন।