বানিয়াচংয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, আইন-বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। গতকাল বুধবার উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের
মার্কুলী বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তিনি বন্যাদূর্গতদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যতদিন রয়েছেন, দুখী মানুষের মুখে ততদিন হাসি ফুটাবেন। সাধারণ জনগনের সেবা করাটাই প্রধামন্ত্রীর কাজ। বন্যাদূর্গতদের পাশে থাকতে সরকার প্রস্তুত রয়েছে বলে তিনি সকলকে আশ^স্থ্য করেন। এরপূর্বে তিনি উপজেলা পরিষদের পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া মানুষের মধ্যে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ২০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনয় কুমার দাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জু কুমার দাস, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাদাই বৈষ্ণব, সাধারণ সম্পাদক মইনুল হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।