রোটারি ইন্টারন্যাশনাল এর বাধ্যতামূলক প্রজেক্ট হিসেবে রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই প্রতিবছরের ন্যায় এবার ও হবিগঞ্জ পৌরসভার ওয়াকওয়ে মুসলিম কোয়ার্টারসহ শহরের বিভিন্ন রাস্তার পাশে প্রায় ১০০-১৫০টি ফলজ, বনজ, কাঠ গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। এতে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর আইপিপি রোটারিয়ান ইঞ্জিঃ আলী আফজল, পিপি রোটারিয়ান শফিউল আযম মুকুল, পিপি রোটারিয়ান সৈয়দ বাকী মোঃ ইকবাল, পিপি শাহ জোবায়ের, পিপি শামসুল আলম মারুফ, রোটারেক্ট কমিটি চেয়ারম্যান রোটারিয়ান মোঃ মামুনুর রশিদ মামুন, রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর সভাপতি রোটারিয়ান মহসিনল, পিপি রোটাঃ রাজিউর রহমান চৌধুরী রবিন, আইপিপি রোটাঃ আরমান হোসেন ইমন, রোটারেক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াইয়ের সভাপতি রোটাঃ নোমান হোসাইন হৃদয়, সেক্রেটারী রোটাঃ তানভীর সিদ্দিকী তোয়াহা, রোটাঃ মাজহারুল ইসলাম আলমগীর, রোটাঃ মইন উদ্দীন আহমেদ রুহেল, রোটাঃ এস এম মনসুর তরফদার প্রান্ত, রোটাঃ আফতাব আহমেদ, রোটাঃ ওয়াসিউল হক, রোটাঃ হাবিবুর। রহমাম রুহেল প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দ বেশি বেশি করে গাছ লাগানোর ব্যাপারে উৎসাহিত করেন বেশি বেশি করে গাছ লাগানোর ব্যাপারে উৎসাহিত করেন। কারণ জীবজগতের অস্তিত্ব রক্ষায় গাছের ভূমিকা অপরিহার্য।