মাধবপুরে দ্রæতগতির বাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
তারিখ: ২৪-অগাস্ট-২০২৪
মাধবপুর প্রতিনিধি \

মাধবপুরে বাসের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক (৩৫) বছর। গতকাল শুক্রবার (২৩ আগষ্ট) আনুমানিক রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা আন্দিউড়া চকদার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয় মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি বাসের ধাক্কায় ওই ব্যক্তির ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমরা তার পরিচয় সনাক্ত করার জন্য কাজ করছি।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রেরণ প্রেরণ করে। পরিচয় সনাক্তে পুলিশের পাশাপাশি পিবিআই সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।

প্রথম পাতা