লাখাইয়ে নৌকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে ধান ব্যবসায়ীর মৃত্যু
তারিখ: ২৪-অগাস্ট-২০২৪
লাখাই প্রতিনিধি \

 লাখাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে ডুবে জমসু মিয়া (৫৮) নামে এক ধান ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় উপজেলার ভাদিকারা গ্রাম সংলগ্ন কালীটেক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। মৃত জমসু মিয়ার ভাতিজা তোফাজ্জল মিয়া জানান, মৃত জমসু মিয়া একজন ধান ব্যাবসায়ী ছিলেন। ঐদিন স্থানীয় বুল্লাবাজার থেকে ধানের বোঝাই নৌকা নিয়ে তার গ্রামের বাড়ি নোয়াগাঁও গ্রামে আসার পথিমধ্যে ভাদিকারা (২য় পাতায় দেখুন)
গ্রাম সংলগ্ন কালীটেক নামক স্থানের হাওড় এলাকায় নদীর উপর দিয়ে বয়ে যাওয়া ৩৩ কেভি বিদ্যুৎ এর লাইনে (তার) নৌকার চাদের উপর বসে থাকা জমসের মিয়ার শরীরে আঘাত করলে বিদ্যুৎস্পৃষ্টে সে পানিতে পড়ে যায়। এসময় তার সাঙ্গে থাকা লোকজন টানা কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর তার সন্ধান পায়নি। পরে খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একদল ডুবুরি দল ঘটনা স্থলে পৌছে প্রায় ৩০ মিনিট উদ্ধার কাজ পরিচালনা করে মৃতের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। বিষয় টি নিশ্চিত করে সিনিয়র স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, উদ্ধারকৃত মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রথম পাতা