প্রেস বিজ্ঞপ্তি \ বাহুবল উপজেলার খাগাউড়া মোঃ মুজিবুর রহমান ফাউন্ডেশন পর পক্ষ থেকে শহরতলীর পশ্চিম ভাদৈ জামিয়া মাআরিকুল কোরআন মাদ্রাসায় ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুর ১২ টায় সাবেক চেয়ারম্যান মরহুম মুজিবুর রহমান চৌধুরীর ৪র্থ ছেলে উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুল আলম চৌধুরী’র মাধ্যমে মাদ্রাসার কর্তৃপক্ষের হাতে ১ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, এডভোকেট শাহ আঙ্গুর আলী, মোঃ আরিফে রব্বানী টিটু ও মোঃ আল আমিন। উল্লেখ্য, মনিরুল আলম চৌধুরী এই ফাউন্ডেশনের মাধ্যমে তার এলাকাসহ জেলার বিভিন্ন জায়গায় হতদরিদ্র, বিদ্যালয়, মাদ্রাসা, অসহায় ছাত্র-ছাত্রীদের পড়ালেখার উপকরণসহ আর্থিকভাবে সহযোগীতা করে আসছেন। ইতিমধ্যে এই ফাউন্ডেশনের কার্যক্রম এলাকায় সমদ্রিত হচ্ছে।