বাহুবল উপজেলার বড়গাঁ গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ভাই বোনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। শুধু তাই নয়, তাদের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করেছে তারা। গুরুতর আহত অবস্থায় ওই গ্রামের মৃত আব্দুর রেজ্জাকের পুত্র মামুন মিয়া (২৫) ও তার বোন রিনা বেগম (৪০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়-পূর্ব বিরোধের জের ধরে রহিম চৌধুরীসহ তার কয়েকজন লোক তাদের বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় এর প্রতিবাদ করলে ওই ভাই-বোনকে পিটিয়ে আহত করে তারা। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।