আজমিরীগঞ্জে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
তারিখ: ২৪-অগাস্ট-২০২৪
সেন্টু আহমেদ জিহান, আজমিরীগঞ্জ \

আজমিরীগঞ্জে শিবপাশা যশকেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাছলিমা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে শিবপাশা যশকেশরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলতে গিয়ে মাটিতে থাকা আর্থিং রডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় বলে জানান স্থানীয়রা। নিহত তাছলিমা আক্তার শিবপাশা ৪নং ওয়ার্ডের যশকেশরী গ্রামের সেলিম মিয়ার কন্যা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির কাছেই স্কুল থাকায় স্কুলে খেলতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হন তাছলিমা। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন নিহতদের পিতা সিলেট ব্যবসা করেন। তিনি খবর পেয়ে আসতেছেন। পরিবারের দাবি পোস্ট মর্টেম ছাড়াই লাশ দাফন করাবে এ বিষয়ে তাদের কোন অভিযোগ নেই।

প্রথম পাতা