শহরে সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা বিষয়ক স¤প্রীতি সমাবেশ
তারিখ: ১২-সেপ্টেম্বর-২০২৪
স্টাফ রিপোর্টার \

পিস ফ্যাসিলিটের গ্রæপ, পিএফজি, হবিগঞ্জ সদর উপজেলার আয়োজনে স্থানীয় সহিংসতা পরিহারে রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গত ১১ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় শহরের হোটেল কিচেন রেস্টুরেন্ট এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিস এম্বাসাডর চৌধুরী মিজবাহুল বারী লিটনের সভাপতিত্বে পিস সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃন্দাবন কলেজে এর সাবেক অধ্যক্ষ একরামুল ওয়াদুদ চৌধুরী, বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিস এম্বাসেডর ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, হিন্দু ধর্মীয় নেতা সদর পুজা উদযাপন পরিষদের সভাপতি শংকর অধিকারী, বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসেন সাইফি, সাংবাদিক এম এ রাজা, ফিস সদস্য আব্দুল হান্নান ফরিদ, জালাল আহমেদ, তাজ উদ্দিন বাবুল, প্রফুল্লচন্দ্র বৈষ্ণব, এম এ  ওয়াহেদ, দেওয়ান মোস্তাক গাজী, আব্দুল হান্নান, এডভোকেট ফাতেমা ইয়াসমিন, পাপু রানী সুএধর, প্রভাষক লুৎফর রহমান, মশিউর রহমান কামাল, আব্দুল কাদির কাজল, সিমু চৌধুরী, সাংবাদিক শাহ আলম, রোজিনা আক্তার, মোতালিব তালুকদার দুলাল, রওশন আলী,রঞ্জন কুমার রায়, নাছিমা আক্তার, ইয়ুথ লিডার, মিজানুর রহমান, হরি বক্ত চৈতন্য দাস,পরুনান্দ দাস প্রমুখ। পিএফজি হলো দি হাঙ্গার প্রজেক্ট (টিএইচপি) বাংলাদেশ এর অনুপ্রেরণায় অঞ্চলভিত্তিক রাজনৈতিক, ধর্মীয় এবং নৃগোষ্ঠীগত সহিংসতা প্রশমনের মাধ্যমে শান্তি-স¤প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে উপজেলা পর্যায়ের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর ও নাগরিক সংগঠনের প্রতিনিধিত্বশীল নেতৃবৃন্দকে নিয়ে গঠিত একটি বহুদলীয় প্লাটফর্ম। সভায় উপস্থিত বক্তারা বলেন, স¤প্রতি হল একটি সমাজের সেতুবন্ধন ধর্মবর্ন নির্বিশেষে আমরা সবাই এক ছায়াতলে থাকতে চাই। সকল ধর্মীয় অনুষ্ঠান নিরবিচ্ছিন্ন ভাবে প্রালন করতে সবার সহযোগিতা ও আন্তরিকতা থাকতে হবে। সমাজে সংঘাত ও সহিংসতা যেন না ঘটে সেই বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একটি জীবন হলো অসংখ্য সম্পর্কের সেতুবন্ধন, একটি পরিবারের নির্ভরতা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শ্রমশক্তি। আমরা পিএফজি’র পক্ষ থেকে হবিগঞ্জ সদর উপজেলাসহ জেলার সকল স্তরের নাগরিক, জনপ্রতিনিধি, সমর্থক, পুলিশ এবং জনপ্রশাসনের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই। হবিগঞ্জে শান্তির জনপদ চাই, আমরা কোনোরূপ সহিংসতা চাই না, কোনো জীবনহানি চাই না।

প্রথম পাতা