স্টাফ রিপোর্টার \ স্বৈরাচার বিরোধী রক্তাক্ত গণবিপ্লব চলাকালীন মাধবপুর উপজেলা বিএনপির বিতর্কিত পকেট কমিটি বিলুপ্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ (বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার শাহপুর নতুন বাজারে এ প্রতিবাদ সমাবেশ হয়। এসময় বক্তারা বলেন, যখন রক্তাক্ত বিপ্লব চলমান তখন সংসদ নির্বাচনে ঈগল আর নৌকার প্রার্থীর প্রকাশ্য কর্মীরা যারা সর্বদা গণ আন্দোলনে নিস্ক্রিয় থেকেছে এবং আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ভোট বর্জন কর্মসূচি বিরোধী করেছে তাদেরকে সভাপতি ও সহ-সভাপতি করে উপজেলা কমিটি গঠন করা কোন ভাবেই গ্রহন যোগ্য না। যখন শতসহস্র ছাত্র জনতার বুকের রক্তে বাংলাদেশের মানচিত্র রঞ্জিত, ফ্যাসিস্ট হিংস্র স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার উত্তাল এই বিপ্লবে অংশগ্রহণ না করে কমিটি আদায়ে কার্যক্রম চালিয়েছে তারা বিএনপির নেতৃত্ব গ্রহণ করায় তা সম্পূর্ণ ভাবে ত্যাগী নেতা কর্মীসহ সকলের কাছে গ্রহণযোগ্য হারিয়েছে। তাই অনতিবিলম্বে এই পকেট কমিটি বাতিলের জন্য জোর দাবী জানান বক্তারা। ১১ নং বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ১০নং ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ধর্মঘর থেকে ১১নং বাঘাসুরা ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক সাইফুর রহমান টিটু, কে এম সুলতান শাহ, মজনু সিদ্দিকী, কাউসার মিয়া, আহসান উল্লাহ। স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার আহŸায়ক সাইফুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহŸায়ক বাবুল আহমেদ, সৈয়দ নাজমুল, সাহ আলম লিটন, অলিউর রহমান। বাঘাসুরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি তাহের মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অলি মিয়া, বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন, ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক দিয়ারিস মিয়া। জগদীশপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।