মিথ্যা ও ভূল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় নিন্দা জানিয়েছেন মাধবপুরের সাংবাদিকরা। গত সোমবার কন্যা শিশু দিবস উপলক্ষে মাধবপুর মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কন্যা শিশুদের সার্বিক জীবন মান উন্নয়নে গঠনমূলক আলোচনা হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাব্বির হাসান, রোকন উদ্দিন লস্কর, আলমগীর কবির, তোফাজ্জল হোসেন চৌধুরী, জুলহাস উদ্দিন রিংকু, আজিজুর রহমান। তখনকার উপস্থিত সাংবাদিকরা জানান, উপজেলা নির্বাহী অফিসার আলোচনা সভায় কন্যা শিশুদের হেয় করে কোন বক্তব্য দেননি। কিন্তু ষড়যন্ত্রকারি মহল প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা ও ভূল তথ্য প্রচার করছে। এসব হলুদ ভুয়া রিপোর্টে সাংবাদিকতার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এ অসৎ উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য মাধবপুরের কর্মরত সাংবাদিকরা সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।