শহরে নাম্বার প্লেইট বিহীন টমটম ও মিশুক গাড়ী উচ্ছেদের দাবী
তারিখ: ৩-অক্টোবর-২০২৪
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জ পৌর এলাকায় নাম্বার প্লেইট বিহীন টমটম ও মিশুক গাড়ী উচ্ছেদের দাবী জানিয়েছেন পৌর টমটম মালিক সমিতির নেতৃবৃন্দ। সম্প্রতি এ বিষয়ে হবিগঞ্জ পৌরসভা টমটম মালিক সমিতির আহŸায়ক মোঃ আক্কাছ আলী  ও সদস্য সচিব মোঃ কামরুল হাসান স্বাক্ষরিত এক পত্রে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হবিগঞ্জ শহরে পৌরসভার নিবন্ধনকৃত ১৩০০ টি টমটম গাড়ী রহিয়াছে। যাহা বিগত বৎসর গুলি হবিগঞ্জ পৌরসভা আইন শৃংখলা অনুযায়ী পরিচালনা করিয়া আসছে। এমতাবস্থায় গত ৫ সেপ্টেম্বর থেকে নাম্বার প্লেইট বিহীন টমটম ও মিশুক গাড়ী শহরে অগণিত ভাবে আইন শৃংখলা ভঙ্গ করিয়া চলাচল করছে। এতে শহরে মারাত্মক যানযট ও জনসাধারণের হাটা চলার বিঘœতা সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় হবিগঞ্জ শহরে (পৌরসভার) নাম্বার প্লেইট বিহীন টমটম ও মিশুক গাড়ী শহর হতে বাহির করে যানযট মুক্ত করা প্রয়োজন। জরুরী ভিত্তিতে নাম্বার প্লেইট বিহীন টমটম ও মিশুক গাড়ী শহর হতে বাহির করে দিয়ে যানযট মুক্ত করার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আহŸান জানানো হয়েছে।