মাধবপুরে ফেসবুকে অপপ্রচার করায় থানায় মানহানির অভিযোগ
তারিখ: ৩-অক্টোবর-২০২৪
স্টাফ রিপোর্টার \

মাধবপুরে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে আলহাজ্ব হাকিম হাফেজ ক্বারী সৈয়দ শিবিবর আহমদ শিবলী থানায় এজাহার দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, আসামি রুহুল আমিনসহ ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করছে। এ ধরনের অপপ্রচার তার ব্যক্তিগত এবং পারিবারিক সম্মান মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে। শিবলী জানান, তিনি মৌজপুর সাহেব বাড়ির খাতামুন নাবিয়িন সা. ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। আসামিরা ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে ‘ভন্ড’, ‘তাবিজ ব্যবহারকারী’ এবং অন্যান্য মানহানিকর মন্তব্য ছড়িয়েছে, যা তার মানসম্মান নষ্ট করেছে। এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং জনসমক্ষে আসতেও লজ্জিত বোধ করছেন। শিবলী দাবি করেন, এই অপপ্রচারে তার ১০ কোটি টাকার মানহানি হয়েছে এবং তিনি প্রাণনাশের হুমকিও পেয়েছেন। এ বিষয়ে থানায় এজাহার দায়ের করে তিনি আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।