হবিগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপন শীল হত্যা মামলায় এজাহারভূক্ত ২৮নং আসামী শংখশুভ্র রায়কে আটক করেছে র্যাব-৯। গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ ফিলিং স্টেশনের সামন থেকে তাকে আটক করে। শংখশুভ্র রায় আটকের খবর শহরে ছড়িয়ে পড়লে নানা আলোচনা সমালোচনা। তিনি জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও শহরের কালিবাড়ি ক্রস রোড এলাকার বাসিন্দা। গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ, পুলিশ ও ছাত্র-জনতার সংঘর্ষে গুলিতে নিহত হয় রিপন শীল। এ ঘটনায় রতন শীলের স্ত্রী রিপন শীলের মা রুবি রাণী শীল বাদী হয়ে এমপি আবু জাহিরসহ ৫৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে এই মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, শংখশুভ্র রায়কে রাত ৯টার দিকে র্যাব-৯ থানায় সোপর্দ করেছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।