হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে মিশুক গাড়ি চুরিকালে সুমন দাস (২৫) নামে এক চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে জনতা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, রোগি নিয়ে একটি মিশুক সদর হাসপাতালে আসে। জরুরি বিভাগের সামনে রাস্তায় মিশুক রেখে চালক ও যাত্রীরা ভেতরে গেলে সুমন দাস চুরি করে নিয়ে যাবার চেষ্টা করে। এসময় পাগলা মিজান ও লোকজন তাকে আটক করে থানায় হস্তান্তর করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।