মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশন বাজার এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ মোঃ মিজানুর রহমান শিপন অরফে কালু (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো:সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে তাকে গাঁজা'সহ আটক করেন। আটককৃত কালু- মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর দিঘীরপূবপাড় গ্রামের মৃত গুরফান আলীর ছেলে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।