হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই এলাকায় আদালতের আদেশ অমান্য করে রাস্তায় বাউন্ডারী তোলে প্রতিবন্ধকতা সৃষ্ঠির অভিযোগ পাওয়া গেছে। ফলে কয়েকটি পরিবার রাস্তা দিয়ে যাতায়াতে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামের রফিক মিয়ার ছেলে মামুন আহমেদ বাদী হয়ে গত ২০ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একই গ্রামের আমিনুল ইসলাম, তার ভাই ইমাম হোসেন ও বিপ্লব মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার উল্লেখ করা হয়, আসামীরা দাঙ্গাবাজ ও জুলুমবাজ। তাদের একই গ্রামে বসবাস। তাদের বাড়ির মধ্যখানে পাখা রাস্তা থেকে দক্ষিনমুখী ১০ ফুট প্রস্থস্ত অনুমান ৫০০ ফুট লম্বা একটি ইট সলিং এর রাস্তা। উক্ত রাস্তাটি প্রায় শত বছরের পুরাতন।
বাদী আরো উল্লেখ করেন, উক্ত রাস্তা দিয়া বাদী ও তার পরিবারের লোকজন যাওযা আসা করে। উক্ত রাস্তা ছাড়া বাড়ি থেকে আর বাহির হওয়ার কোন রাস্তা নেই। কিন্তু প্রতিক্ষরা রাস্তায় জোর পূর্বক পাকা পিলার নির্মান করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিষয়টি নিয়ে আদালত উভয়পক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশ প্রদান করলে আসামীরা তা অমান্য করে আসছে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ তাদেরকে রাস্তায় প্রতিবন্ধকতা না করার জন্য বলে আসলেও তারা কোন ধরনের কর্ণপাত করেনি। রাস্তার মধ্যখানে গর্তসৃষ্টি করে পিলার তৈরীর পায়তারা করছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তুক্ষেপ কামনা করছেন এলাকাবাসি।