শহরে লন টেনিস এর ফাইনাল ও পুরস্কার বিতরণী
তারিখ: ৪-ডিসেম্বর-২০২৪
স্টাফ রিপোর্টার \

 হবিগঞ্জ শহরে লন টেনিস-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে লন টেনিস ক্লাব-এর আয়োজনে লন টেনিস মাঠে এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদুর রহমান। এডভোকেট এম. এ মজিদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পুলিশ সুপার রেজাউল হক খান ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল বারী আউয়াল, মোতাব্বির হোসেন, এডভোকেট শফিকুল ইসলাম, মোঃ ফজলুর রহমান, সায়েদুজ্জামান জাহির প্রমূখ। ফাইনালে দৈত খেলায় চ্যাম্পিয়ন হন জয়নাল আবেদীন তপু ও শফিকুল ইসলাম। রানার্স আপ হন রেজাউল হক খান ও তুহিন আহমেদ। একক খেলায় চ্যাম্পিয়ন হন জয়নাল আবেদীন তপু ও রানার্স আপ  হয়েছেন তুহিন আহমেদ।  এর আগে গত ৩ নভেম্বর থেকে লন টেনিস এর প্রতিযোগিতা শুরু হয়। এতে দৈত ও একক খেলায় ১১টি দল অংশ গ্রহন করে।