ষোড়শ হবিগঞ্জ জেলা স্কাউট সমাবেশ-২০২৫ এ হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা হতে ৫৬টি স্কুল/মাদ্রাসা ও ৬টি মুক্ত স্কাউট দলসহ সর্বমোট ৬২টি ইউনিট অংশগ্রহণ করে। ২০-২৫ ফেব্রæয়ারি অনুষ্ঠিত রিচি উচ্চ বিদ্যালয়ে স্কাউটরা ১০টি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সেই ১০টি চ্যালেঞ্জ অতিক্রমকারী সেরা ৫টি দলের মধ্যে ১ম স্থান অর্জন করে হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রæপ এবং ২য় স্থান অর্জন করে হবিগঞ্জ মুক্ত গার্লইন স্কাউট গ্রæপ। উল্লেখ্য ১৫’শ হবিগঞ্জ জেলা স্কাউট সমাবেশে হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রæপের ৩টি ইউনিট অংশগ্রহণ করলে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছিল। বর্তমানে হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রæপের সভাপতির দায়িত্ব পালন করছেন এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন শেখ আল আমিন।