শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির বিরুদ্ধে ঝাড়– মিছিল, আজ সংবাদ সম্মেলন
তারিখ: ২৬-ফেব্রুয়ারী-২০২৫
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক কমিটির বিরুদ্ধে ঝাড়– মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া এবং কমিটিতে স্থান না পাওয়া ত্যাগী নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের প্রধান সড়কে এই ঝাড়– মিছিল হয়। মিছিল শেষে শেষে শহরের সাইফুর রহমান টাউন হল রোডে গিয়ে এক পথসভায় মিলিত হয়। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে মিছিলে নেতৃত্ব দেয়া এনামুল হক সাকিব বলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে শিবিরের অনেককে স্থান করে দেয়া হয়েছে। এছাড়াও এই কমিটিতে মোটা অংকের টাকার বিনিময়ে স্থান পেয়েছে অনেকে। তাই অনতিবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। এই বিষয়ে আজ দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে বিস্তারিত ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করা হবে।

প্রথম পাতা