মামলার আসামী হয়েও ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতা মেম্বার লিটন
তারিখ: ২৬-ফেব্রুয়ারী-২০২৫
স্টাফ রিপোর্টার \

মামলার আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার ও চরগাও গ্রামের আব্দুল হকের পুত্র আওয়ামীলীগ নেতা লিটন মিয়া। আওয়ামীলীগের শাসনামলে স্থানীয় লোকজন লিটন মেম্বারের দাপটে তটস্থ হয়ে থাকত। এমন কোনো অপকর্ম নেই যা লিটন মেম্বার করেনি। স্থানীয়দের অভিযোগ, মেম্বার লিটন মিয়া একজন আওয়ামীলীগ নেতা। তিনি বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনে লাঠিসোটা নিয়ে ছাত্র জনতার উপর হামলা করেছেন। তিনি বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের একটি মামলার আসামী। বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নেরর কাটখাল গ্রামের খায়রুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তারপরও পুলিশ তাকে গ্রেফতার করছে না। স¤প্রতি ৩নং তেঘরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চড়গাঁও গ্রামে রাস্তায় মাটি বরাটের জন্য বরাদ্ধের ২ লাখ টাকা আত্মসাতের পায়তারা করছেন। এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জাহাঙ্গীরের বাড়ি থেকে চরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তটি খুবই গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে চড়গাঁও, নোয়াখাল ও শিকারপুর গ্রামের চলাচল করে। বর্ষাকালে রাস্তাটি পানিতে ডুবে যায়। ফলে এই এলাকার ৩ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। বর্ষাকালে নৌকা আর হেমন্তের সময় ভাঙ্গা-চোরা রাস্তায় ওই অঞ্চলের মানুষকে চলাফেরা করতে হয়। ফলে স্থানীয় লোকজন এই রাস্তায় মাটি ভরাট করার জন্য মেম্বার লিটন মিয়াকে অনুরোধ করেন। কিন্তু মেম্বার লিটন মিয়া গ্রামবাসীর দাবী উপেক্ষা করে ওস্তার মিয়ার বাড়ি থেকে মেম্বারের নিজ বাড়ি পর্যন্ত রাস্তা করার অনুমোদন করেন। এতে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ৩ গ্রামের মানুষ।

প্রথম পাতা