এমবিবিএস শিক্ষার্থীদের মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদ ও ৪ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন পেশাজীবী ডিএমএফ এবং সাধারণ মেডিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএ), সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী পরিষদ ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার এসোসিয়েশন এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ ও দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হবিগঞ্জ সদর উপজেলার উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. শেখর কুমার চন্দ্র। আর চার দফা দাবি উত্থাপন করেন হবিগঞ্জ জেলার ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি ডাঃ আনোয়ার হোসাইন দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা দীর্ঘ ছয় মাস ধরে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডা: ইকবাল আহমেদ চৌধুরী। তিনি অভিযোগ করেন, ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের প্রতি বৈষম্য করা হচ্ছে এবং তাদের আইনগত অধিকার খর্ব করা হয়েছে। বিশেষ করে ২০১০ সালের বিএমডিসির আইন পরিবর্তনের মাধ্যমে ডিএমএফ ডিগ্রিধারীদের রেজিস্ট্রেশন প্রদান করেও নামের আগে ‘ডাক্তার’ লেখার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, যা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে আরো জানান- এমবিবিএস শিক্ষার্থীদের একাংশ ডিপ্লোমা চিকিৎসকদের সাড়ে চার বছরের কোর্সকে ৬ মাসের কোর্স বলে অপপ্রচার ও বিভিন্ন ধরনের কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে তাদের পেশাগত মর্যাদাকে ক্ষুন্ন করছেন। তারা দাবি করেন তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকদের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ে নিয়োগ বঞ্চিত থাকা ডি এম এফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপ- স্বাস্থ্য কেন্দ্রের শুন্য পদে ও কমিউনিটি ক্লিনিকে পদ সৃজন করে নিয়োগ দিলে তৃনমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাবে। তাদের যৌক্তিক চার দফা দাবি হলো: ১. সরকারী ও বেসরকারি ক্ষেত্রে শূন্যপদে নিয়োগ নিশ্চিত করা; ২. উচ্চশিক্ষার সুযোগ প্রদান করা; ৩. বর্তমান কোর্স কারিকুলাম সংশোধন করা ও ৪. প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. ইকবাল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. আল মামুর শাহনাওয়াজ, ডাঃ রাজিব রায়, ডা: মহিউদ্দিন, ডা: সুফিয়ান, ছাত্র নেতা মঞ্জুরুল করিম তুহিন, ম্যাটস শিক্ষা ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুন নূর হৃদয়, মনিকা ইসলাম সহ অনেকে।