আজমিরীগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে প্রায় ৪ লাখ টাকা লুট
তারিখ: ২৬-ফেব্রুয়ারী-২০২৫
স্টাফ রিপোর্টার \

আজমিরীগঞ্জে ভ‚ইয়া মার্কেটস্থ এস এস টাইলস এর স্বত্ত¡াধিকারি মাসুদ মিয়া তালুকদারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার দোকান থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দূর্বৃত্তরা। গত রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত মাসুদ মিয়া তালুকদার বলেন- আমি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলাম। এ সময় নগর গ্রামের আরব আলীর ছেলে জাফর, জলসুখা গ্রামের উস্তার মিয়ার ছেলে আজিবুর মিয়া, শুক্রিবাড়ি গ্রামের তাহের উদ্দিনের ছেলে ইলাস মিয়া ও আজিমনগর গ্রামের তাহের মিয়ার ছেলে তকবীর মিয়া আমার উপর অতর্কিত হামলা করে। তারা আমাকে মারপিট করে নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে চলে যায়। আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো’।
 

প্রথম পাতা