চুনারঘাটে নিরীহ ব্যক্তিকে মারধরের অভিযোগে যুবকের ৮ মাসের কারাদন্ড
তারিখ: ২৬-ফেব্রুয়ারী-২০২৫
স্টাফ রিপোর্টার \

চুনারুঘাট উপজেলার রঘুরামপুরের নিরীহ এক ব্যক্তিকে মারধরের অভিযোগে সানু মিয়া নামে এক যুবককে ৮ মাসের কারাদÐ দিয়েছেন আদালত। গত রোববার দুুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল আলীম এ কারাদন্ডের আদেশ দিয়েছেন। কারাদন্ড প্রাপ্ত সানু মিয়া একই উপজেলার নোয়াগাও গ্রামের বাসিন্দা। 
জানা যায়, উপজেলার রঘুরামপুর গ্রামের মানিক মিয়া নামে এক ব্যক্তিকে মারধর ব্যাপক মারধর করেন একই উপজেলার নোয়াগাও গ্রামের বাসিন্দা সানু মিয়া। এ ঘটনায় সম্প্রতি মানিক মিয়া বাদি হয়ে সানু মিয়াকে আসামী করে আদালতে মামলা দেন। উক্ত মামলায় আদালত সানু মিয়াকে ৮ মানের কারাদন্ড প্রদান করেছেন।
 

প্রথম পাতা