মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য হবিগঞ্জ পৌরসভা সফরে জাইকা প্রতিনিধি দল
তারিখ: ২৮-এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার \

 পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শনের লক্ষে হবিগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন জাইকার দু’জন পরামর্শক। সফরকারী পরামর্শকদ্বয় হলেন ইয়ুসুকি আন্ডো ও ইয়ুসুচি ইয়ামাগুচি। গতকাল রোববার সকালে সফরকারী দলের সদস্যদের হবিগঞ্জ পৌরসভায় স্বাগত জানান পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান। সফরকারী দলের সদস্যবৃন্দ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যে প্রকল্পের পরামর্শক তার নাম হলো ‘দ্য প্রজেক্ট ফর ইমপ্রোভম্যান্ট । সংক্ষেপে এ প্রকল্প পিকম্যাক-ডিপিএইচই (ফেজ-২) নামে পরিচিত। জাইকার প্রতিনিধি দল প্রকল্পের আওতায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থার উপর ‘পরিচালন ও রক্ষনাবেক্ষন’ সম্পর্কিত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য হবিগঞ্জ পৌরসভা সফর করেছে। জাইকার প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম প্রমুখ।