লাখাইয়ে পুলিশের অভিযানে দুই সন্দেহভাজন আটক
তারিখ: ২৮-এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার \

লাখাই থানা পুলিশের অভিযানে দুই সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- আরমান আহমেদ ও মঃ রনি মিয়া। থানা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে উপপরিদর্শক প্রনয় কুমার সরকার ও এ এস আই আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে কালাউক পশ্চিম বাজার এলাকায় টহলে থাকাকালীন তাদের ঘুরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর দিতে না পারায় কাঃবিঃ ১৫১ ধারায় আটক করা হয়। লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের গতকাল রোববার হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।