শহরে ক্লাস বন্ধ করে নার্র্সিং শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ
তারিখ: ২৮-এপ্রিল-২০২৫
স্টাফ রিপোর্টার \

 হবিগঞ্জে ক্লাস বন্ধ করে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ¯œাতক সমমান (পাস কোর্স) করার দাবিতে আন্দোলনে নেমেছে নার্সিং শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে হবিগঞ্জ টাউন হলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যৌথভাবে ক্লাস বর্জন করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, ‘দুই কোর্সকে ¯œাতক সমমান করার দাবীতে আন্দোলনে নেমেছি। দীর্ঘদিন ধরে আন্দোলন চলমান রয়েছে, এখনো দাবী মেনে নেয়া হচ্ছে না। এটা আমাদের দাবী নয়, অধিকার। অধিকার আদায় না হওয়া পর্যন্তÍ পরীক্ষা এবং ক্লাস বন্ধ থাকবে’।