নবীগঞ্জে ঈদের জামাত পড়া নিয়ে দ্ব›েদ্বর জেরে খুন, অন্যতম আসামি সুন্দর আলী গ্রেফতার
তারিখ: ২৮-এপ্রিল-২০২৫
এম.এ মুহিত, নবীগঞ্জ থেকে \

নবীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন নিয়ে বাকবিতন্ডায় ছুরিকাঘাতে আবদুল কাইয়ূম নামের এক ব্যক্তি খুনের মামলায় মৌলভীবাজার থেকে কাজী সুন্দর আলীকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বেলা ২টার দিকে মৌলভীবাজার জেলা সদরের দশকাহনীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি নবীগঞ্জ থানার সদরঘাট গ্রামের মৃত ছানাওর আলীর ছেলে।
গত ২৮ মার্চ শুক্রবার রাত সাড়ে ৯টায় নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের পশ্চিমপাড়া ও দক্ষিণ পাড়ার মুরব্বীরা ঈদের জামাত নিয়ে আলোচনায় বসেন। এসময় দক্ষিণ পাড়ার আবদুল কাইয়ূমের সাথে কাজী সুন্দর আলীর ছেলে মোজাহিদ মিয়ার বাকবিতÐা হয়। এর জের ধরে মোজাহিদ ছুরিকাঘাত করেন আবদুল কাইয়ূমকে। স্থানীয়রা আব্দুল কাইয়ুমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলার ৩নং আসামী ছিলেন কাজী সুন্দর আলী। হত্যাকান্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন।