‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ পেলেন পুুলিশ সুপার সাজেদুর
তারিখ: ২৮-এপ্রিল-২০২৫
আখলাছ আহমেদ প্রিয় \

 স্বল্প সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং উত্তম ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ (আইজি ব্যাজ)’ পেলেন হবিগঞ্জ পুলিশ সুপার এ.এন.এম সাজেদুুর রহমান। 
সাজেদুুর রহমান হবিগঞ্জ জেলায় পুলিশ হিসেবে যোগদানের পর থেকেই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রæত নানা সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত প্রস্তাবনা সমুহের মধ্যে স্বল্প সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন ও সামগ্রিক পুলিশিং কার্যক্রম ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ হিসেবে হবিগঞ্জের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান কে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’ প্রদানে মনোনীত করা হয়েছে।