শায়েস্তাগঞ্জ রেল জংশনে রেলের সিডিউল বিপর্যস্ত
তারিখ: ৫-জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার \

 শায়েস্তাগঞ্জ রেল জংশনে রেলের সিডিউল বিপর্যস্ত হচ্ছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। প্রচন্ড গরম ট্রেন দেরিতে আসায় যাত্রীদের ভোগান্তির শেষ নেই। জানা যায়, প্রতিদিন ওই স্টেশন দিয়ে আন্তঃনগরসহ প্রায় ১৫টি লোকাল ট্রেন ঢাকা-সিলেট-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় আসা যাওয়া করে। গতকাল পাহাড়িয়া, জয়ন্ত্রিকা, পারাবত, উপবন, উদয়নসহ বিভিন্ন ট্রেন ২ থেকে ৩ ঘন্টা দেরি করে শায়েস্তাগঞ্জ জংশনে আসে। স্টেশন মাষ্টার জানান, এ সমস্যা বেশিদিন চলবে না। ধীরে ধীরে সমাধান হয়ে আসবে। অনেক সময় ইঞ্জিন বিকল ও পাওয়ার কার্ডে সমস্যা হলে এমন হয়।

প্রথম পাতা