নবীগঞ্জে মথুরাপুরে মসজিদের ভিতরে প্রতিপক্ষের হামলায় আহত ৮
তারিখ: ৮-জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার \

নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের  মথুরাপুর গ্রামে মসজিদের ফান্ডের টাকা আত্মসাতে বাধা দেয়ার জের ধরে প্রভাবশালী প্রতিপক্ষের লোকজনের হামলায় নিরীহ পক্ষের ৮ জন আহত হয়েছেন। আহত অবস্থায় ৬ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ও ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার জুমআর নামাজের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্র জানায়, স¤প্রতি মথুরাপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আলাল মিয়ার কাছে মসজিদের ফান্ডের হিসাব চান গ্রামবাসী। এতে সে হিসাব ও মসজিদের টাকা প্রদানে সম্মতি দেয়। তবে প্রভাব দেখিয়ে একই গ্রামের প্রভাবশালী মহলের নজরুল ইসলাম ইনাম উদ্দিন নামে এক ব্যক্তি জোরপুর্বক আলাল মিয়ার  কাছ থেকে ফান্ডের টাকা নিয়ে যায় এবং টাকা না দিয়ে আত্মসাতের চেষ্টা করে। গ্রামের লোকজন টাকা চাইলে সে না দিয়ে টালবাহানা করে। এতে বাধা দেন একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে মনা মিয়া। এ সময় তিনি ইনাম উদ্দিন কেন মসজিদের টাকা দিবে না জানতে চাইলে সে উত্তেজিত হয়ে উঠে। এ নিয়ে নজরুল ইসলাম ইনাম উদ্দিনের সাথে মনা মিয়ার বাক বিতন্ডা হয়। গতকাল মনা মিয়াসহ তার লোকজন মসজিদে জুমআার নামাজ পড়তে গেলে নজরুল ইসলাম ইনাম উদ্দিনসহ ১৫/২০ লোক পুর্ব পরিকল্পিত ভাবে মনা মিয়ার উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাধা দিলে তার লোকজনকে হামলা  চালিয়ে আহত করে ইনামের লোকজন। এতে মনা মিয়াসহ ৮জন আহত হন।  আহত অবস্থায় সোলেমান মিয়া, সমসু মিয়া, আতাউর মিয়া, জুয়েল মিয়া জনি মিয়া ও রনি মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত মনা মিয়া ও রম্মান মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা জানান, ইনাম ও তার লোকজন তাদেরকে বিভিন্নভাবে প্রানে হত্যার হুমকি ধামকি দিয়ে আসছে।

প্রথম পাতা