মাধবপুরে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৩০ কেজি গাঁজা উদ্ধার
তারিখ: ৫-জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার \

 মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ৪ জুলাই শুক্রবার ভোরে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জগদীশপুর ইউনিয়নের জগদীপুর সাকিনস্থ মুক্তিযোদ্ধা চত্ত¡র এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৩০ কেজি গাঁজাসহ ২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসবি গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ হান্নান (৩৮) ও মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের সেলিম মিয়ার পুত্র মোঃ জামাল মিয়া (২৭)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, অভিযান নিয়মিত চলবে।

প্রথম পাতা