লাখাইয়ে মশাদিয়া গ্রামে মশাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেষে একটি রাস্তার খালের উপর কালভার্ট না থাকায় গ্রামের অধিকাংশ সাধারণ মানুষ এবং শত শত শিক্ষার্থী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন শিক্ষার্থীরা স্কুলে খালের পানির উপর দিয়েই যাতায়াত করে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় বাজার ও জরুরি রোগী পরিবহনেও এই রাস্তাটি খালের উপর কালভার্টটি খুবই গুরুত্বপূর্ণ। বর্ষার মৌসুমে এখন পায়ে হেঁটে পার হওয়াটা শুধু কষ্টসাধ্য নয় খাল পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিকল্প রাস্তায় ঘুরে চলাচল করতে হলে প্রায় দীর্ঘ সময়ের প্রয়োজন। এই এলাকায় আছে একটি স্কুল, একটি কবর স্থান ও একটি গুচ্ছ গ্রাম। একটি কালভার্ট হলে এলাকার মানুষের দুর্ভোগ লাগব হবে।
গ্রামবাসীরা জানান- বর্ষাকালে শিশুদের চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। শিশুদের কাঁধে করে পারাপার করাতে হয়। রাস্তায় মোটরসাইকেল, রিক্সাভ্যান এমনকি সাইকেলও চলাচল করতে পারে না। হালকা বৃষ্টিতেই চলাচল অনুপযোগি হয়ে পড়ে। কৃষিপণ্য সরবরাহের দুর্গতী আরো করুন। মুমূর্ষু রোগি কিংবা প্রসূতির চিকিৎসার জন্য চৌকিতে তুলে ডাক্তারের কাছে নিতে হয়। দ্রæত চিকিৎসা না পেয়ে রোগিও মারা যাওয়ার সম্ভাবনার আশংকা। কেউ মারা গেলে লাশ নিয়ে কবরস্থানে যেতেও অনেক দুর্ভোগ পোহাতে হয়। লাশসহ বহনকারীরা পড়ে দুরআহত হওয়ার ঘটনা ঘটেছে। কালাভার্ট পার হয়ে যাতায়াতে অনেকেই কালভার্ট থেকে পড়ে ছোট-খাট দুর্ঘটনার শিকার হচ্ছেন। এলাকা বাসীর দাবী আমাদের ভোগান্তি লাগবে কার্লভাটটি নির্মাণের জন্য উর্ধতন কতৃর্পক্ষের সুদৃষ্টি কামনা করছি।