মাধবপুর তেলিয়াপাড়া চা বাগানে নতুন ব্যবস্থাপক লিটন
তারিখ: ৫-জুলাই-২০২৫
মাধবপুর প্রতিনিধি \

মাধবপুর উপজেলা (সরকার মালিকানাধীন) ন্যাশনাল টি কোম্পানি ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগানে ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন দায়িত্ব নিয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর বাগান উন্নয়ন ও চা শ্রমিকদের স্বস্তি ফিরে এসেছে। তিনি বাগানে যোগদান করেন গত মঙ্গলবার ১ জুলাই। জানা যায়, দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী তেলিয়াপাড়া চা বাগানে উন্নয়ন ও চা শ্রমিকদের নানা বিরাজমান সমস্যা ছিল। তেলিয়াপাড়া চা বাগানের কয়েকজন চা শ্রমিক বলেন, ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন প্রায় ১০/১২ বছর পূর্বে তেলিয়াপাড়া চা বাগানে সহকারী ব্যবস্থাপক দায়িত্ব থাকাকালীন চা বাগানে প্রচুর দখলকৃত ভূমি উদ্ধার, গাছ চুরি রোধসহ নানা অনিয়ম- দুর্নীতি বন্ধ করে দেওয়ার পর বাগান উন্নয়নে এগিয়ে ছিল। এছাড়া চা শ্রমিকদের তখন শান্তিতে বসবাস করেছে। তিনি একজন সাহসী ব্যবস্থাপক এবং খুব সৎ ব্যক্তি। সেই সময় চা শ্রমিকরা কোনো কষ্ট পায়নি। অন্যায়কারীকে কোনো সুযোগ দিতেন না। দেওয়ান বাহা উদ্দিন আহমেদ লিটন ন্যাশনাল টি কোম্পানি প্রধান কার্যালয়সহ ন্যাশনাল টি কোম্পানির অধীনে বিভিন্ন চা বাগান গুলোতে কর্মরত থেকে  সঠিক দায়িত্বশীল ভ‚মিকা পালন করেন। 

প্রথম পাতা