সংবাদ প্রকাশের পর আজমিরীগঞ্জে দেড় লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শিবপাশা হাওরে অভিযান পরিচালনা হয়। অভিযানে মাছ শিকারের কাজে ব্যবহৃত অবৈধ ৩০টি রিং জাল, ১টি বেড় জাল ও ৫০০মিটার কারেন্ট জব্দ করা হয়। সন্ধ্যার দিকে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে জনসম্মুখে তা আগুণে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসনের অভিযানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার, জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত মোহাম্মদ বোরহান উদ্দিন, প্রেসক্লাব সভাপতি স্বপন বণিক প্রমূখ।
জুলাই-আগস্ট-সেপ্টেম্বর মাস যেখানে মাছের প্রজনন প্রক্রিয়া চলতে থাকে। সেখানে নিষিদ্ধ কারেন্ট, রিং ও বের জাল দিয়ে মা ও পোনা মাছ নিধন করে দেশীয় মাছের উৎপাদন ব্যাহত করছে মাছ শিকারিরা। এতে করে হাওর গুলোতে দেশীয় মাছ প্রায় বিলুপ্তীর পথে। তবে সুশীল সমাজ বলছেন, হাওরে অভিযান যেমন গুরুত্বপূর্ণ তার চেয়ে অধিক অভিযান করা দরকার বাজারে দোকান গুলোতে। যেখানে প্রকাশ্যে বিক্রি করা নিষিদ্ধ জাল ও বাঁশের তৈরী চাই।
উল্লেখ্য- ২রা জুলাই দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় আজমিরীগঞ্জে প্রকাশ্যে নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল বিক্রি করার সংবাদ প্রকাশিত হলে এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।