জাতীয় পার্টির বিশেষ সভায় শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি সালাম মেম্বারকে অব্যাহতি \ নতুন কমিটি গঠন
তারিখ: ৯-জুলাই-২০২৫


গতকাল জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা শাখার এক জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শিবলী খায়েরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি তাজ উদ্দিন আহমেদ বাবুল, আবু বকর খান, হাজী নোমান মোল্লা, শাহ ফরিদুল ইসলাম ফরিদ, নাসির উদ্দিন নাসির, শাহ মোঃ ফারুক মিয়া, মোঃ আব্দুল আওয়াল, মোঃ সেলিম খান, মোঃ দেলোয়ার হোসেন জিহাদী, মোঃ এমরান মিয়া, মোশাহিদুর রহমান জাহিদ, ফজল আহমেদ অজল, মোঃ সামসু উদ্দিন, হাজী আলম শাহ, মোঃ নুর আলম খান, সোহেল আহমেদ রানা প্রমুখ। সভায় সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম মেম্বারকে তার সকল দায়িত্ব হতে অব্যাহতি প্রদান পূর্বক প্রাথমিক সদস্যপদ বাতিলের জন্য পার্টির চেয়ারম্যান বরাবরে রেজুলেশন প্রেরণের সিদ্ধান্ত হয়। শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটির মেয়াদ বেশকিছুদিন পূর্বে অতিক্রান্ত হবার কারণে কমিটি ভেঙ্গে দিয়ে ফজল আহমেদ অজলকে আহŸায়ক ও সোহেল আহমদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান বলেন, আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জনতার বন্ধু জিএম কাদেরের নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করে হবিগঞ্জ জেলার প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে। ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না। যারা ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে দুর্বল করতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।