৬দফা দাবি বাস্তবায়নের লক্ষে হবিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্যসহকারীরা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত সিভিল সার্জনের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন হারুনুর রশিদ, লিটন মিয়া, লুৎফুর রহমান, কামরুজ্জামান, আব্দুস সালাম, আলীনেওয়াজ, সাঈদ আহমদ, তোফায়েল আহমেদ, সোহাগ আহমেদ, এসএম ফয়সল মজুমদার প্রমুখ। সভায় বক্তারা বলেন-দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসহকারীগণ অবহেলিত ও অধিকার বঞ্চিত। পশু পাখিকে যারা টিকা দেন তারা ট্যাকনিক্যাল পদ মর্যাদা পান। কিন্তু স্বাস্থ্যসহকারীগণ মানুষকে টিকাসহ স্বাস্থ্যসেবা দিচ্ছেন। তারা ট্যাকনিক্যাল পদ পর্যাদা পাননি। অবিলম্বে স্বাস্থ্যসহকারীদেরকে ট্যাকনিক্যাল পদ পর্যাদাসহ নিয়োগবিধি সংশোধন করে ¯œাতক সংযোজনসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানান। আগামী পহেলা সেপ্টেম্বর ভিতরে প্রস্তাবিত দাবি বাস্তবায়ন না হলে সম্পাসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)সহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণার করার হুমকি দেওয়া হয়।