নবীগঞ্জে ভাংচুরের ঘটনায় ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিকদের নিন্দা
তারিখ: ৯-জুলাই-২০২৫
প্রেস বিজ্ঞপ্তি \

নবীগঞ্জে ১৪৪ ধারা ভেঙে চার গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে হবিগঞ্জ ডায়াগনস্টিক ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশন।
বিশেষ করে নবীগঞ্জ ইউনাইটেড হাসপাতাল ও নবীগঞ্জ ডিজিটাল ল্যাবসহ একাধিক স্বাস্থ্যসেবা ও বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।
গতকাল মঙ্গলবার অ্যাসোসিয়েশনের আহŸায়ক সফিকুল বারী আউয়াল এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত হাসপাতাল ও ল্যাব পরিদর্শন করেন এবং ভুক্তভোগী মালিকদের শান্তনা জানান। প্রতিনিধিদলে ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মনসুর আহমেদ এমদাদ, সদস্য সিরাজুল ইসলাম আপন, বিপ্লব দেব প্রমুখ।
নেতারা বলেন, ইউনাইটেড হাসপাতাল ও ডিজিটাল ল্যাবে হামলা চালিয়ে যে অপূরণীয় ক্ষতি করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এসব হামলায় জড়িতদের দ্রæত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।