তিতখাইয়ে গাছ-মাছ লুটের মামলার আসামি কারাগারে
তারিখ: ৯-জুলাই-২০২৫
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের তিতখাই গ্রামে গাছ কর্তন ও মাছ লুটের মামলার এজাহারভুক্ত ২নং আসামি নজরুল ইসলাম নজির (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে তিতখাই গ্রামের বাদশা মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের মৃত মরম আলীর পুত্র আব্দুর করিমের জায়গা থেকে জোর করে গাছ কর্তন করে এবং মাছ লুট করে নিয়ে যায় একই গ্রামের মৃত আশ^ব আলীর পুত্র ফজল মিয়াসহ ২৯ জন। শুধু তাই নয় আব্দুল করিম ও তার লোকজনকে মারপিটও করে তারা। এ ঘটনায় আব্দুল করিম বাদি হয়ে মামলা করলে গত ৬ জুলাই মামলাটি রুজু হয়।