দৌলতপুরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আওয়ামীলীগ নেতা দবির মেম্বার
তারিখ: ২৭-অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 বানিয়াচং উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও আওয়ামীলীগ নেতা দবির মিয়া এলাকায় এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফ্যাসিষ্ট আওয়ামীলীগের সময়ে দলীয় প্রভাব বিস্তার করে দবির মেম্বার এলাকার বহু নিরীহ কৃষকদের জমি-জামা দখল, এমনকি সাধারণ কৃষকদের ধানের জমি থেকে পাকা ধান কেটে নেওয়ারও অভিযোগ রয়েছে। একটি লাটিয়াল সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করে নিজ এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছিলো দবির মেম্বার। কৃষকরা প্রতিবাদ করলেই তার সন্ত্রাসী লাটিয়াল বাহিনী এলাকার সাধারণ কৃষকদেরকে পিঠিয়ে রক্তাক্ত করতো। ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রকাশ্যে  এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় পরও আইনশৃঙ্খলা বাহিনী'র চোঁখ ফাঁকি দিয়ে এখনও প্রকাশ্যে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন দৌলতপুর গ্রামের ২নং ওয়ার্ডের মেম্বার দবির মিয়া। গত বছর  ৫ আগস্ট পতিত স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর প্রথম কয়েকদিন গা-ঢাকা দিয়ে থাকলেও এখন প্রকাশ্যেই নিজ এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং নিয়মিত ইউনিয়ন অফিসে যাচ্ছে।  নাম প্রকাশ না করার শর্তে ৫ নং দৌলতপুর কৃষক বলেন  স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকাকালীন দলীয় প্রভাব বিস্তার করে, বিভিন্ন  প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা ভাগ ভাটোয়ারা করে নিয়েছেন দবির মেম্বার। পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের সময়ে এলাকার এক কৃষক তার জমি দখল করায় দবির মেম্বারের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি অভিযোগও দাখিল করেন। কিন্তু দলীয় প্রভাব বিস্তারের কারনে থানা পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। বৈষম্যের বিরোধী আন্দোলন নেতৃবৃন্দ, এলাকাবাসী ও সাধারন কৃষকরা আওয়ামীলীগ নেতা দবির মেম্বারকে দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানিয়েছেন।

প্রথম পাতা