হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ৩০ পরিবারকে মৃত্যু দাবি প্রদান
তারিখ: ২৭-অক্টোবর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ২০২৪ ইং সালের মৃত ৩০জন সদস্যদের পরিবারবর্গকে ১১লাখ টাকা মৃত্যু দাবি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সংগঠনের মৃত সদস্যদের পরিবারের সদস্যদের কাছে এই অর্থ প্রদান করা হয়। এ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রজমান আজিজ এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খান, মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল আহমেদ, হবিগঞ্জ জেলা, ট্রাক ও ট্যাংক লরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আওলাদ মিয়া, জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের, সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, সহ-সাধারণ সম্পাদক শাহিদ মিয়া, সাংগঠনিক বেলাল মিয়া, প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান অলি, কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আছাব উদ্দিন, শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, কার্যকরি সদস্য হাজী ফরিদ মিয়া, আব্দুল ওয়াহিদ ইকবাল, সেলিম আহমেদ, কাউছার আহমেদ, গোলাপ মিয়া, নূরুল আমিন লালন, মোছাব্বির মিয়া, আবিদুর রহমান আবিদ, মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-সিলেট লাইনের আহ্বায়ক হাজী জিতু মিয়া, নবীগঞ্জ শাখার সভাপতি সামাদুল হক চৌধুরী, সম্পাদক সোফায়েল আহমেদ, আউশকান্দি আঞ্চলিক শাখার সভাপতি তজমুল হক, সম্পাদক ইসমাঈল মিয়া, লাখাই আঞ্চলিক শাখার সভাপতি জাহির মিয়া ও সম্পাদক গোলাপ মিয়া।  এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রথম পাতা