স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে গ্রেফতারী পরোয়ানার আসামী হয়েও প্রশাসনের সাথে মিটিং করে চলেছেন আব্দুল জলিল। ফ্যাসিষ্ট শাসনামলে জলিল এর বিরুদ্ধে বিভিন্ন নিরীহ সহজ সরল মানুষকে মিথ্যা মামলাসহ নানা রকম হয়রানি করার অভিযোগ রয়েছে। গত বছরের ২৪ ডিসেম্বর আজিজুল হক বিপ্লব বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। আদালত থেকে তার নামে গ্রেফতারী পরোয়ানাও জারি হয়েছে। অথচ গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়েই শায়েস্তাগঞ্জ প্রশাসনের সাথে বিভিন্ন সভা সমাবেশে তিনি উপস্থিত থাকেন। গ্রেফতারী পরোয়ানাভূক্ত হয়েও প্রশাসনের সাথে কি ভাবে তিনি দহরম মহরম করছেন তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। উক্ত আব্দুল জলিল শুধু প্রশাসনের সাথে সভা সমাবেশে নয় খোদ থানা পুলিশের সাথে ঘুরে বেড়াচ্ছেন। উল্লেখ্য, ফ্যাসিষ্ট সরকারের সময়ে তিনি দখলবাজী, সাধারন মানুষকে নির্যাতন, লুটপাট এমন কোন অপকর্ম নেই যে, তিনি তা করেননি। জনমনে ক্ষোভ দেখা দিয়েছে, গ্রেফতারী পরোয়ানা নিয়ে প্রশাসনের সাথে নির্বিঘ্নে চলাফেরা করায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।